Blog

শীতকালে চুলের যত্ন কীভাবে নিবেন??

শীতকালে চুলের বিশেষ যত্ন নিতে হয়। শীতকালে আমাদের সবারই গোসলের প্রতি একটা ভীতি থাকে। তার মধ্যে আমরা ঠান্ডা পানি দিয়ে গোসল করতে চাই না গরম পানি ব্যবহার করি। এক্ষেত্রে পুরো শরীরে গরম পানি ব্যবহার করলেও মাথায় কিন্তু শীতকালেও সবসময় ঠান্ডা পানি ব্যবহার করতে হবে। কারণ মাথায় গরম পানি ব্যবহার করলে চুলের ক্ষতি হবে চুলের আগা নরম হয়ে যায় এবং চুল পড়ার সম্ভাবনা বেড়ে যায়। 

 শীতকালে শ্যাম্পু করার আগে অবশ্যই হট অয়েল মাসাজ করা ভালো এতে চুল ভাল থাকে। 

এ সময় বাহিরে অনেক বেশি ধুলো উরোউরি করে এজন্য প্রতিদিন গোসল করতে হবে এবং শ্যাম্পু করতে হবে চুল পরিষ্কার রাখতে হবে। 

শীতকালে চুলে ড্যান্ড্রাফ অনেক বেশি বেড়ে যায় এজন্য শ্যাম্পু করার পরে নিয়মিত কন্ডিশনার ইউজ করতে হবে।

চুল ব্রাশ করতে হবে নিয়মিত দিনে দুই থেকে তিন বেলা।

শীতকালে চুল অনেক বেশি রুক্ষ হয়ে যায় নিস্প্রান হয়ে যায় এজন্য চুলে হেয়ার মাস্ক ব্যবহার করতে হবে। 

ভেজা চুল বেঁধে, ঢেকে বাহিরে যাওয়া যাবে ন।  চুল সব সময় শুকিয়েই বাইরে যেতে হবে। 

চুল ঝলমলে ও উজ্জ্বল রাখতে চুলে সিরাম ব্যবহার করতে হবে। 

চুলের যে শ্যাম্পু বা তেল বা যে ধরনের প্রোডাক্ট ইউজ করা হোক না কেন সবগুলো যেন একই কোম্পানির হয়ে থাকে এতে আপনার চুলের ক্ষতি কম হবে চুলটা ভালোভাবে বেড়ে উঠবে। 

চুল ভালো রাখতে অবশ্যই বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করতে হবে কিন্তু সেটা যেন খুব বেশি না হয়।