Blog

হাত ও পায়ের যত্ন

রূপচর্চা মানেই কেবল মুখমণ্ডলকে ফর্সা বা সুন্দর করা নয়। পরিচ্ছন্নতার জন্যও রূপচর্চার প্রয়োজন। তাই শুধু রং ফর্সা করা বা মুখমণ্ডলে ঘষামাজা নয়। শরীরের প্রতিটা অঙ্গ-প্রত্যাঙ্গের যত্ন দরকার। আর এক্ষেত্রে হাত ও পায়ের যত্নও দরকার। হাত–পায়ের পরিচ্ছন্নতার জন্যও ম্যানিকিউর ও পেডিকিউর জরুরি। অনেকের হাত-পায়ে দুর্গন্ধ হয়। চামড়া মরে সাদা বা খসখসে হয়ে যায়। মৃত কোষ দূর করে ত্বককে কোমল ও উজ্জ্বল করে তুলতে নিয়মিত ম্যানিকিউর ও পেডিকিউর ভীষণ দরকারি। হাতে বা পায়ে গন্ধ হওয়ার প্রবণতা থাকলে সেটিও কমে আসে এমন নিয়মমাফিক যত্নে।

 

মাসে অন্তত দুই বার ম্যানিকিউর ও পেডিকিউর করলে হাত–পায়ের রুক্ষ ভাব ধীরে ধীরে কমে আসে।